Posts

Showing posts from January, 2025

দধীচি উক্ত মধুবিদ্যা। বৃহদারণ্যক উপনিষদ্‌ দ্বিতীয় অধ্যায় পঞ্চম ব্রাহ্মণ। (Brihadaranyaka Upanishad Second Chapter Fifth Brahmin in Bengali language. Madhuvidyaa as told by the sage Dadhiichi in Bengali language.)

দধীচি  উক্ত  মধুবিদ্যা।  বৃহদারণ্যক উপনিষদ্‌ দ্বিতীয় অধ্যায় পঞ্চম ব্রাহ্মণ। ভূমিকা। এই আলেখ্যটিতে, মহর্ষি দধীচি অশ্বিনীকুমারদের যে মধুবিদ্যা উপদেশ দিয়েছিলেন, তার বর্ণনা করা হয়েছে। এই বর্ণনায়, বিশ্ব স্রষ্টা আত্মার যে মধুময়তা, এবং যে ভাবে স্রষ্টা এবং সৃষ্টি মধুময় সম্বন্ধে আবদ্ধ, তা বিশেষ ভাবে উক্ত হয়েছে। আত্মাই মধু, প্রাণই দধি, এবং এই মধুময়তার ভোক্তা ইন্দ্ররূপী আত্মা। এই উপদেশটি বৃহদারণ্যক উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ব্রাহ্মণের অন্তর্গত। উপনিষদের মূল অংশ, শব্দার্থ, নিরুক্তি এবং যে আত্মবিজ্ঞান এই উপদেশে ব্যক্ত হয়েছে, তা যথাসাধ্য উল্লেখ করেছি। উপনিষদের অর্থ উপনিষদের মধ্যেই বলা হয়েছে, এবং সেই জন্য অন্যান্য উপনিষদের মন্ত্র এবং বেদের মন্ত্র প্রসঙ্গতঃ, অর্থ-সহ, উল্লেখ করেছি। পূজ্যপাদ গুরুদেব মহর্ষি বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায় (১৮৭৫-১৯৪৫) এবং তাঁর প্রধান শিষ্য মহর্ষি ত্রিদিবনাথ বন্দ্যোপাধ্যায়ের (১৯২৩-১৯৯৪) উপদেশ অবলম্বন করে এইটি লিখেছি। ( debkumar.lahiri@gmail.com )   ব্রহ্মখণ্ড (সারাংশ)।   মধু শব্দের একটি অর্থ যা 'ম' বা  মৃত্যুর দ্বারা ধূমাবৃত; অর্থাৎ যা প্রিয় অথচ ...