বৃহদারণ্যক উপনিষদ, চতুর্থ অধ্যায়, প্রথম ব্রাহ্মণ।(ব্রহ্মের আয়তন এবং প্রতিষ্ঠা।) (Brihadaranyaka Upanishad Fourth Chapter, First Brahmin in Bengali Language.)
বৃহদারণ্যক উপনিষদ , চতুর্থ অধ্যায় , প্রথম ব্রাহ্মণ। ভূমিকা। বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায় প্রথম ব্রাহ্মণের মূল অংশ সহ বঙ্গানুবাদ এবং বিশেষ অর্থ ( নিরুক্ত ) প্রকাশ করা হলো। ব্রহ্ম খণ্ড বা সারাংশ নামক নিম্নলিখিত অংশে এই উপনিষদের মূল ব্যক্তব্যটি যথাসাধ্য প্রাঞ্জল করা হয়েছে। মহর্ষি বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায় ( ১৮৭৫ - ১৯৪৫ ) এবং তাঁর প্রধান শিষ্য মহর্ষি ত্রিদিবনাথ বন্দোপাধ্যায়ের ( ১৯২৩ - ১৯৯৪ ) উপদেশ অনুসর ণ করে এই উপনিষদের অর্থ লেখা হলো। দেবকুমার লাহিড়ী। ( debkumar.lahiri@gmail.com ) ব্রহ্ম খণ্ড ( সারাংশ ) । বৃহদারণ্যক উপনিষদের এই অংশে মহ র্ষি যাজ্ঞবল্ক্য , মহারাজ জনককে ব্রহ্মের ছয়টি আয়তনের বিষয়ে উপদেশ দিয়েছেন। যিনি ব্রহ্ম , তিনি অবাধ চেতনা , তিনি ‘ বৃংহণ ' করছেন বা সবাইকে অতিক্রম করে বর্দ্ধিত হচ্ছেন। আমরা সবাই সেই ব্রহ্মেরই আয়তন , তাঁরই নামরূপময় প্রকাশ। এই নামরূপময় প্রকাশ বা আয়তনবান্ বিশ্বকে প্রকাশিত করতে গিয়ে স্বয়ংপ্রকাশ চেতনা , যিন...