Posts

Showing posts from March, 2022

বৃহদারণ্যক উপনিষৎ, চতুর্থ অধ্যায়, তৃতীয় ব্রাহ্মণ, মূল অংশ এবং বঙ্গানুবাদ । জাগ্রত, স্বপ্ন এবং নিদ্রার বিজ্ঞান।(Bengali translation of Fourth chapter, Third part of Brihadaranyaka Upanishad with original texts and meanings---science of the state of awakeness, dream and sleep.)

বৃহদারণ্যক উপনিষৎ, চতুর্থ অধ্যায়, তৃতীয় ব্রাহ্মণ, মূল অংশ এবং বঙ্গানুবাদ । জাগ্রত, স্বপ্ন এবং নিদ্রার বিজ্ঞান।  ভূমিকা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি বা নিদ্রা এই তিন অবস্থার যে বিজ্ঞান বা চেতনার তিনটি স্বরূপের কথা, উপনিষদের নানা অংশে বিবৃত করা হয়েছে। এই লেখাটি বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায় তৃতীয় ব্রাহ্মণের মূল অংশ সহ বঙ্গানুবাদ, অন্বয় এবং অর্থ সহ। প্রতিটি সংস্কৃত শব্দের অর্থ উল্লেখ করা হয়েছে। নিরুক্ত অংশে উপনিষদের উক্তির তাৎপর্য উল্লেখ করা হয়েছে।উপনিষদের অর্থ  উপনিষদের মধ্যেই উক্ত হয়েছে;  এই  জন্য  অন্যান্য  উপনিষদের মন্ত্র বা শ্লোক, প্রসঙ্গত উল্লেখ করা হয়েছে।  মূল সংস্কৃত অংশে যে ভাবে বলা হয়েছে,  বঙ্গানুবাদ  ঠিক সেই ভাবেই  করা হয়েছে যাতে মূল  সংস্কৃত অংশ  কোনভাবেই অনুবাদের প্রভাবে ভিন্ন না হয়ে যায়; সেই জন্য, নিরুক্ত অংশে, প্রয়োজন বোধে, মন্ত্রের অর্থকে প্রাঞ্জল করা হয়েছে।  আধুনিক বিজ্ঞান, নিদ্রা এবং স্বপ্নের যে গুরুত্ব তা উল্লেখ করে, এবং নানা গবেষণাও হচ্ছে। তবে এই চিৎ বিজ্ঞান যা এই আলখ্যে, গুরু এবং ঋষিদের উপদেশ অনুধাবন করে ...